অনিলবরণ
কল্যানীয়াষু,
আজ তোমার পত্রখানি পাইয়া বিশেষ আনন্দিত হইলাম। গীতার শিক্ষা যে তুমি হৃদয়ঙ্গম করিয়াছ এবং শ্রীমার নিকট হইতেই প্রেরণা পাইতেছ সে বিষয়ে সন্দেহ নাই। সেদিন interview তে শ্রীমা ঘোষণা করিয়াছেন ভারতই হইবে জগতের গুরু – গীতার বহুল প্রচারের দ্বারাই ভারতকে সেজন্য তৈয়ারী করা যাইতে পারে – এ কাজ তোমার দ্বারা ভালো ভাবেই হইবে।
তুমি যে ভাবে কাজ করিতেছ তাহাতে আমার সম্পূর্ণ অনুমোদন আছে। গীতা প্রচার সমতি বা পাঠমন্দিরের সহিত তোমাকে যে যোগ দিতে হইবে এমন কোন কথা নাই, তুমি যেমন করিতেছ স্বতন্ত্রভাবেই কাজ করিতে পার। তবে গীতা প্রচার সমিতিও ঐ একই উদ্দেশ্যে কাজ করিতেছে – একই নামে দুইটি সমতি থাকিলে সাধারণের মনে গোলমাল হইতে পারে। এ বিষয়ে গীতা প্রচার সমিতির সম্পাদক জীবনবাবুর সহিত আলাপ করিয়া যাহা হউক ঠিক করিতে পার।