অনিলবরণ

আগস্ট 18, 2019 4:48 পূর্বাহ্ন    admin

কল্যানীয়েষু,

তোমার ১১ তারিখের পত্র পাইলাম। বিভূতির সহিত যুক্তি করিয়া শীঘ্র অফিসের ব্যবস্থা করিবে। তুমি শ্রমিক সংগঠনের চেষ্টা করিতেছ জানিয়া সুখী হইলাম – বামপন্থীদের নীতি হইতেছে শ্রেণী সংগ্রাম, আর পার্টির নীতি হইবে দেশের সাধারণ কল্যানের জন্য বণিক ও শ্রমিক সহযোগ ও প্রীতি। পূর্ব্বেই লিখিয়াছি – বামপন্থীরা যত T.U. গঠন করিয়াছে সর্ব্বত্র অন্ততঃ কয়েকজনকে Unity Partyর সভ্য করিতে হইবে – তাহারা ভিতির হইতে চেষ্টা করিয়া ক্রমশঃ T.U. দলকে পার্টির অধীনে আনিয়া কম্যুনিজমকে সর্ব্বতোভাবে দেশ হইতে মুছিয়া দিতে হইবে – একটি উপাইয় হইতেছে স্কুল কলেজ হইতে তাহাদিগকে দূর করা – সেই জন্য প্ত্রিকায় প্রকাশিত আমার প্রবন্ধটির বাংলা অনুবাদ তোমরা প্রকাশ করিতে পার।