অনিলবরণ
কল্যানীয়েষু,
তোমার ২৪/৭ তারিখের পত্র পাইয়াছি। শুভদিনে তোমার কেন্দ্রের উদ্বোধন করিয়াছ জানিয়া সুখী হইলাম।
দুইটি লেখা পাইয়াছি। বাংলাটি খুবই ভালো হইয়াছে। ইংরাজীটি একটু সংশোধন করিয়া দিলাম। তোমাদের নূতন কেন্দ্রের জন্য এই সঙ্গে আশীর্বাদ পাঠাইতেছি। তোমার দ্বারা গীতাপ্রচারের কাজ ভালোই হইবে, এইটিই হউক তোমার সাধনা।