অনিলবরণ

আগস্ট 17, 2019 12:05 অপরাহ্ন    admin

কল্যানীয়েষু,

তোমার দুইখানি পত্রই যথাসময়ে পাইয়াছি। তোমার কথামত পার্টির জন্য একটি বাংলা প্রচার পত্র লিখিয়া বিভূতিকে পাঠাইতেছি, আশা করি ইহাতেই তোমাদের কাজ চলিবে। এই কাজটি যে কিরূপ গুরুত্বপূর্ণ, তাহা তুমি বুঝিতেছ। মা বলিতেছেন, একমাত্র শ্রীঅরবিন্দের শিক্ষা গ্রহণ করিয়াই দেশ রক্ষা পাইতে পারে, অথচ অধিকাংশ লোক এখনও ঠিক উল্টা বুঝিতেছে, শ্রীঅরবিন্দের রাজনৈতিক মতবাদ গ্রহণ করিতে চাহিতেছে না। পার্টির কাজকে বিস্তৃত করিয়াই ইহার প্রতিকার হইতে পারে। তোমার বাসায় পার্টির কেন্দীয় কার্যালয় করিতেছ জানিয়া বিশেষ সুখী হইলাম। অবশ্য এই কাজটি তোমাদের সাধনার অঙ্গ হিসাবেই করিবে।