স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে অস্থির ভারতবর্ষে মানবতার বাণী ও দেশাত্মবোধের শিক্ষা প্রচার করতে আষাঢ়, ১৩৬৭ বঙ্গাব্দে (ইং জুলাই, ১৯৬০) শ্রী প্রীতিকুমার ঘোষ প্রকাশ করলেন পার্থসারথি ধর্ম ও জাতীয়তাবাদী মাসিক পত্রিকা। ব্রিটিশদের কূটনীতি আর কিছু ভারতীয় রাজনীতিকের ক্ষমতার লোভ ভারতকে দ্বিখণ্ডিত করে। শ্রী অরবিন্দ ভারতবিভাগের বিরোধী ছিলেন। ধর্মের নামে আত্মঘাতী লড়াই, দারিদ্র্য, কর্মহীনতা সমগ্র জাতিকে গ্রাস করছিল। গীতার শিক্ষা, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের পথ, শ্রীঅরবিন্দের সাধনাকে জনমানসে ছড়িয়ে দেবার লক্ষ্যে পার্থসারথি পত্রিকার মাধ্যমে শ্রীপ্রীতিকুমার তাঁর সীমিত সামর্থ নিয়ে ঝাঁপিয়ে পড়েন। একটি পত্রিকার যে বিভাগগুলো সাধারন মানুষকে আকৃষ্ট করে, যেমন দলীয় রাজনীতির আলোচনা, খেলার খবর, নাটক সিনেমার চর্চা – এর কোনটিও কোনদিন এই পত্রিকায় ঠাঁই পায় নি। তাই পার্থসারথি কোনদিন বাণিজ্যিক ভাবে সফল পত্রিকার দলে জায়গা করে নিতে পারেনি। কিন্তু শ্রীপার্থসারথির কৃপায় এই পত্রিকার কখনও লেখক আর পাঠকের অভাব হয়নি।
আগামী ১৪২৭ বঙ্গাব্দের আষাঢ় সংখ্যায় পার্থসারথি পত্রিকা ৬০ বছরের যাত্রা পূর্ণ করে ৬১তে পদার্পণ করবে। এই দীর্ঘ সময়ে কখনও কোন পরিস্থিতিতেই পত্রিকার প্রকাশ ব্যাহত হয়নি একদিনের জন্যও। কিন্তু ১৪২৭ বঙ্গাব্দ বা ২০২০ সাল পৃথিবীর ইতিহাসে এক অভূতপূর্ব বিপর্যয়ের সাক্ষী। কোভিড-১৯ নামক এক অজানা অণুজীবের কাছে মানুষের চিকিৎসা-বিজ্ঞানের অগ্রগতি প্রতিহত হয়েছে। সারা বিশ্বে আর্থিক ও সামরিক বলে বলীয়ান দেশগুলোয় মানুষের মৃত্যু এখন পর্যন্ত দেড় লক্ষাধিক। ১৩৫ কোটি মানুষের দেশ ভারতবর্ষে লকডাউন চলছে গত ২৪শে মার্চ, ২০২০ রাত্রি ১২টা থেকে। অফিস, আদালত, স্কুল, কলেজ, সাধারণ দোকান, শপিং মল, যানবাহন, ট্রেন, মেট্রো – সব বন্ধ। বন্ধ পার্থসারথির মুদ্রন। পত্রিকার প্রকাশ অব্যাহত রাখতে তাই অনন্যোপায় হয়ে এই বিশেষ সময়ে আমাদের সিদ্ধান্ত অন্তর্জাল সংখ্যা প্রবর্তন করার।
পার্থসারথি পত্রিকার নিজস্ব ওয়েবসাইট প্রকাশ করার প্রস্তুতি চলছিল কয়েক মাস ধরেই। পারিবারিক ও ব্যবহারিক নানা ঘটনার চাপে বিলম্বিত হচ্ছিল কাজের গতি। বিশ্বব্যাপী বিপর্যয়ের আঘাত যখন পত্রিকার প্রকাশনার উপরেও নেমে এলো, তখন আমাদের দায়িত্ব হল বিকল্প পথের সন্ধান করা। ৬০ বছরের ঐতিহ্যকে অটুট রাখা।
পেরেছি আমরা। হয়ত অকল্পনীয় পরিশ্রম করতে হয়েছে খুব অল্প সময়ে একটা বইকে অন্তর্জালে যথাযথ ভাবে রূপদান করতে। সেই সাধনা আজ সিদ্ধির স্পর্শোন্মুখ। দেশব্যাপী লকডাউনের ভবিষ্যৎ মেয়াদ এই মুহূর্তে অনিশ্চিত। ছাপার অক্ষরে পার্থসারথির প্রকাশের সম্ভাবনাও জিজ্ঞাসার মুখে। এই পরিস্থিতিতে পার্থসারথির অন্তর্জাল প্রকাশনাকে আমরা অব্যাহত রাখতে সচেষ্ট থাকবো আপনাদের সহযোগিতা, শ্রী প্রীতিকুমারের আশীর্বাদ ও পরম কারুণিক শ্রীপার্থসারথির কৃপায়।
জয়তু শ্রীপ্রীতিকুমার !!! জয়তু পার্থসারথি !!!